• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০২:৪৫ পিএম
চট্টগ্রাম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে না ফিরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। ইতিমধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টির সব কটিই জিতেছে তারা। এবার টেস্ট খেলার পালা। দুই ম্যাচের টেস্টের প্রথম টেস্ট হবে চট্টগ্রামে। এবার প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান।

কয়েক দিন আগে দুই টেস্টের জন্য ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল পাকিস্তান। ম্যাচের আগে এবার সদস্যসংখ্যা কমিয়ে ১২ সদস্যের স্কোয়াড তারা। এর আগে টি-টোয়েন্টি ম্যাচের আগে ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বাবর আজমরা।

প্রথম টেস্টের জন্য পাকিস্তানের ঘোষিত ১২ জনের স্কোয়াড

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম-উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহিন শাহ আফ্রিদি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!